• June 24, 2024

সদর উপজেলা নির্বাচনের আনারস প্রতীকে দিদারুল আলম এগিয়ে… বিস্তারিত আসছে

 সদর উপজেলা নির্বাচনের আনারস প্রতীকে দিদারুল আলম এগিয়ে… বিস্তারিত আসছে

পাহাড়ের আলো: খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাচনের আংশিক ফলাফলে আনারস প্রতীকের দিদারুল আলম ১৫হাজার ৭৪৩ ভোট পেয়ে এগিয়ে আছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।  নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী  মোটরসাইকেল  প্রতীক মো: আকতার হোসেন পেয়েছেন ৩হাজার ৪০৬ ভোট।

এদিকেকন্ট্রোল রুমের  ঘোষিত ফলাফলে ৪১ কেন্দ্রের মধ্যে ১৩ কেন্দ্রের ফলাফলে ১১হাজার ২৪৭ ভোট পেয়ে আনারস প্রতীকে দিদারুল আলম এগিয়ে আছেন।  ৫হাজার ৭৯৭ দোয়াত কলম সন্তোষিত চাকমা, ২হাজার ৪০০ ভোট  মটরসাইকেল প্রতীকে মো. আকতার হোসেন, ২হাজার ৪৪ভোট কৈ মাছ জ্ঞান রঞ্জন ত্রিপুরা, ৮৭৬ ভোট পেয়েছেন এবং সুশীল জীবন ত্রিপুরা টেলিফোন ১৩০ ভোট পান।

বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, খাগড়াছড়ির ৪১টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৮কেন্দ্রের বেসরকারি ফলাফলে আনারস প্রতীকে দিদারুল আলম ১৭হাজার ২০৬ ভোট পেয়ে এগিয়ে আছেন। নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী
মোটরসাইকেল প্রতীক মো: আকতার হোসেনে ৫হাজার ৩৪৫ ভোট পেয়েছেন। দোয়াত কলম সন্তোষিত চাকমা পেয়েছেন ৫হাজার ৮৭ ভোট, কৈ মাছ জ্ঞান রঞ্জন ত্রিপুরা ৩হাজার ৭২২, টেলিফোন প্রতীকে  সুশীল জীবন ত্রিপুরা ৬২৪ এবং নাঙ্গল প্রতীক পেয়েছেন ৬৩ ভোট। তবে এই ফলাফল নির্ভরযোর্গ্য কোনো সূত্র থেকে নয়। পর্যায় ক্রমে কন্ট্রোল রুমে ফলাফল আসতে শুরু করেছে। বিস্তারিত আসছে…..

নির্বাচনে খাগড়াছড়ি সদর উপজেলায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম (আনারস), সদর উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বর্তমান ভাইস চেয়ারম্যান মো. আকতার হোসেন (মোটরসাইকেল), গোলাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জ্ঞান রঞ্জন ত্রিপুরা (কৈ মাছ) জাতীয় পার্টির নজরুল ইসলাম (লাঙ্গল), বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুশীল জীবন ত্রিপুরা (টেলিফোন) ও ভারত প্রত্যাগত নেতা সন্তোষিত চাকমা (দোয়াত কলম) প্রতীকে লড়াই করছেন।

কেন্দ্রওয়ারী বেসরকারি ফলাফল: খাগড়াছড়ি সরকারি কলেজ ভোটকেন্দ্র-আনারস -৮২৩, মোটর সাইকেল-২৩৫। মুসলিম পাড়া ভোটকেন্দ্র- আনারস-৬১৪, মোটর সাইকেল -২০০। খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় আনারস-৭২৮, মোটরসাইকেল-২২৮। বটতলি কেন্দ্র- আনারস-৩০০০আনারস, মোটর সাইকেল-৪৯৫। কলেজিয়েট হাইস্কুল কেন্দ্র0- আনারস-৯৯০, মোটর সাইকেল-৩৫৮। পুলিশ লাইন্স স্কুল কেন্দ্র- আনারস-৭২৭ মোটরসাইকেল -১৫৩। সরকারি শিশু পরিবার আনারস-১১৯০ মোটরসাইকেল-১৫১৮। শালবাগান- আনারস-১৯৭৪, মোটর সাইকেল-৬৪৭। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়- আনারস-৫২৫ মোটর সাইকেল-১৬২। কুমিল্লটা টিলা ভোট কন্দ্রে- আনারস-৪৪৮, মোটরসাইকেল -৪৩৬ পেয়েছেন।

খাগড়াছড়ি সদর উপজেলায় ভোট কেন্দ্র ৪১টি। মোট ভোটার ৯২ হাজার ৮৬৪ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৪৭ হাজার ৮৯৫ ও নারী ভোটার ৪৪ হাজার ৯৬৯ জন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post