• December 24, 2024

সম্প্রীতিপূর্ণ মানবিক বিশ্ব গড়তে প্রিয় নবীর (দ.) আদর্শের অনুসরণ জরুরি

প্রেস বিজ্ঞপ্তি: মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, আওলাদে রাসূল (দ.) হযরত শাহ্সূফী মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.) বলেছেন, অশান্তির কালো মেঘ সরিয়ে শান্তিপূর্ণ সম্প্রীতিময় মানবিক সমাজ ও বিশ্ব গড়ার মিশন নিয়ে আবির্ভূত হয়েছেন রাহ্মাতুল্লিল আ’লামিন হযরত মুহাম্মদ মুস্তফা (দ.)।

প্রিয় নবী (দ.)’র সংস্পর্শে ও সান্নিধ্যের বদৌলতে আরবের সবচেয়ে বর্বর মানুষেরা দলে দলে ইসলামের দিকে ফিরে এসেছিল। আজকের কথিত সভ্য দুনিয়ায় মানুষের বস্তুগত উন্নতি হলেও জাহেলিয়াতের কালো ছায়া এখনো রয়ে গেছে। হানাহানি সংঘাতে দেশে দেশে মানুষ আজ দুর্বিষহ অবস্থার মুখোমুখি। ধর্মের নামে বিশ্বের নানা প্রান্তে রক্তের বন্যা বইয়ে দিচ্ছে বিপথগামী জঙ্গিরা। তিনি বলেন, সংঘাতমুক্ত সম্প্রীতিপূর্ণ মানবিক বিশ্ব সমাজ গড়ার ক্ষেত্রে প্রিয়নবী (দ.)’র জীবনাদর্শের পূর্ণাঙ্গ অনুসরণ আজ অনিবার্য হয়ে উঠেছে। প্রিয়নবী (দ.)’র প্রদর্শিত ইসলামের শান্তির মিশন এগিয়ে নিতে এবং জঙ্গিবাদমুক্ত স্বদেশ ও বিশ্ব গড়তে সত্যান্বেষী শান্তিকামী বিশ্ব সম্প্রদায়ের মধ্যে ঐক্য-সংহতি ও সম্প্রীতিবোধ জোরদার করতে হবে।

আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরাম চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলা শাখার যৌথ উদ্যোগে ১০ নভেম্বর শনিবার সকালে মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত বিশাল জশ্নে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলে হযরত সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.) প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে হুজুর কেবলার (ম.জি.আ.) নেতৃত্বে জশ্নে জুলুস রাঙ্গুনিয়া উপজেলার পোমরা জামেয়া নঈমীয়া তৈয়বীয়া ফাযিল মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এসে রাঙ্গুনিয়া পৌরসভার ইছামতি ক্লাব ময়দানে সমাবেশ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। হাজারো দ্বীনদার জনতার অংশগ্রহণে জশ্নে জুলুসে নবীপ্রেমীক জনতার নারায়ে তকবির, নারায়ে রেসালত, নারায়ে গাউছিয়ার স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাঙ্গুনিয়ার রাজপথ ও অলিগলি।

জশনে জুলুসে উপস্থিত ছিলেন, ওবাইদুল মোস্তফা নঈমী। আন্জুমান উত্তর জেলা আহ্বায়ক খলীফা আব্দুল হামিদ মাইজভাণ্ডারী, মাওলানা হাফেজ রুহুল আমিন, পোমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা আইয়ুব নূরী, রাঙ্গুনিয়া সাওয়াদে আজমের চেয়ারম্যান মাওলানা নাজমুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান আকতার হোসেন, আন্জুমান চট্টগ্রাম দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক মোজাহের আলম, মহানগর সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ভূঁইয়া, ৩৭ নং ওয়ার্ড সভাপতি মুহাম্মদ আমিন উদ্দিন, আন্জুমান কেন্দ্রীয় সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক ওয়াহিদুল কবির চৌধুরী, খলীফা সামশুল আলম ভাণ্ডারী, খলীফা রেজাউল করীম, রাঙ্গুনিয়া আন্জুমান সাধারণ সম্পাদক বদিউল আলম মাষ্টার, মইনীয়া যুব ফোরাম উত্তর জেলা আহ্বায়ক আকবর হোসেন রুবেল, মুহাম্মদ জামাল উদ্দীন, মইনীয়া যুব ফোরাম পোমরা শাখার আহ্বায়ক মুহাম্মদ ইউছুফ, আজমান শাখার আমিনুর রহমান বাবুল, রাঙ্গুনীয়া উপজেলা মইনীয়া যুব ফোরামের প্রেসিডিয়াম সদস্য ডা. মাহবুবুল আলম মাসুম, মুহাম্মদ আব্দুল জাব্বার, মুহাম্মদ আব্দুল আলী, ড. মুহাম্মদ শওকত প্রমুখ। সালাত ছালাম শেষে আল্লাহর রহমত ও প্রিয়নবী (দ.)’র শাফায়াত কামনায় মুনাজাত পরিচালনা করেন হযরত শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)।

বার্তা প্রেরক

শাহ্ মুহাম্মদ ইব্রাহিম মিয়া
কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক
আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া।
তারিখ: ১০.১১.২০১৮ইং, মোবাইল নং- ০১৮১৯৮৯৩৩০৯।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post