সাজেক অদিতি পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ করল বাঘাইহাট জোন

শেয়ার করুন

মো: আল আমিন, দীঘিনালা: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬নং সাজেক ইউনিয়নে বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে অদিতি পাবলিক স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ তারেকুল ইমরান, পিএসসি। এ সময় উপ-অধিনায়ক মেজর মোঃ সালমান সিদ্দিক, পিএসসি ও ক্যাপ্টেন মোঃ শাহনেওয়াজ উপস্থিত ছিলেন।

এছাড়া অনুষ্ঠানে ৩৬নং সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা, সাবেক চেয়ারম্যান নয়ন চাকমা, ইউপি সদস্যবৃন্দ, কারবারি অ্যাসোসিয়েশনের প্রতিনিধি, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য, বাজার কমিটির সভাপতি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মোঃ তারেকুল ইমরান বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা করা হবে এবং পাহাড়ি–বাঙালি ভেদাভেদ ভুলে সুশিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।