• November 24, 2024

সাফ জয়ী জাতীয় দলের কৃতি ফুটবলার মনিকা চাকমাকে ফুলেল শুভেচ্ছা জানালো লক্ষ্মীছড়ির ইউএনও

 সাফ জয়ী জাতীয় দলের কৃতি ফুটবলার মনিকা চাকমাকে ফুলেল শুভেচ্ছা জানালো লক্ষ্মীছড়ির ইউএনও

স্টাফ রিপোর্টার: সাফ জয়ী জাতীয় দলের কৃতি ফুটবলার মনিকা চাকমাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নবাগত লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া। ২০ নভেম্বর বুধবার ঢাকা থেকে নিজ বাড়িতে আসলে লক্ষ্মীছড়ির সীমান্ত এলাকা মগাইছড়িতে অভিনন্দন জানিয়ে ফুল দিয়ে বরণ করেন তিনি।

এসময় সহকারি কমিশনার(ভূমি) ছেন মং রাখাইন, লক্ষ্মীছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমা, বর্মাছড়ি ইউপি চেয়ারম্যান সুইশালা চৌধুরী ও ছাত্র সমন্বয়ক রুপন চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ২০২২ সালের পর ২০২৪ সালে সাফ চ্যাম্পিয়নশিপ জিতল বাংলাদেশের মেয়েদের দল। নেপালকে ২-১ গোলে পরাস্ত করে তারা দ্বিতীয়বার ট্রফি ঘরে তুলল। ২ বছর আগে তারা নেপালকে হারিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল। ম্যাচে বাংলাদেশ তাদের প্রথম গোল পায় বিরতির পর। মণিকা চাকমা বক্সের ভিতর থেকে প্লেসিংয়ে গোল করে দলকে এগিয়ে দেন। প্রথম ম্যাচে তারা পাকিস্তানের সঙ্গে ড্র করে। এরপর ভারতকে ৩-১ গোলে হারায় তারা। সেমিফাইনালে ভুটানকে ৭-১ গোলে হারায় তারা।

এর আগে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশীপের বছাই পর্বে মিয়ানমারকে ১-০গোলে হারিয়ে এএফসি‘র চূড়ান্ত পর্বে উত্তীর্ণ হয় বাংলাদেশের মেয়েরা। কঠিন প্রতিপক্ষ মিয়ানমারকে একমাত্র মনিকা গোলেই হারানো সম্ভব হয়। দুর্দান্ত গোল করে মনিকা ফের আলোচনায় চলে আসেন।

বাংলাদেশের মেয়েদের দল দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর নিজ এলাকায় ফিরলেন দলের অন্যতম মিড ফিল্ডার মনিকা চাকমা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply