সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম এর মৃত্যুতে মানিকছড়ি আ.লীগের শোক
মানিকছড়ি প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ১৪ দলের মূখপাত্র এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম(এম.পি) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নিহতের আত্মার শান্তি কামনা করেছেন মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনগুলো।
১৩ জুন দুপুরে মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন ও সভাপতি মো. জয়নাল আবেদীন এক শোক বার্তায়, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ১৪ দলের মূখপাত্র এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নিহতের আত্মার শান্তি কামনা করেন।
এছাড়া নিহতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, আওয়ামীলীগ একজন বর্ষীয়ান নেতা, অভিজ্ঞ রাজনীতিবিদ ও গুনীজনকে যেমন হারিয়েছে,তেমনি জাতি একজন দক্ষ রাজনীতিবিদ’কে হারালো। আমরা মানিকছড়ি আওয়ামীলীগ পরিবার প্রবীণ রাজনীতিবিদ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও ১৪ দলের মূখপাত্র এবং সাবেক টেলিযোগাযোগ, স্ব-রাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম(এম.পি) এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।