খাগড়াছড়ি প্রতিনিধি: কমিউনিটি লার্নিং সেন্টার (সিএলসি) প্রতিষ্ঠার লক্ষ্যে একাডেমিক প্রতিষ্ঠান, এক্সটেনশন সংস্থা ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সঙ্গে সহযোগিতা বাস্তবায়ন প্রক্রিয়া থেকে অর্জিত শেখা ও গুরুত্বপূর্ণ জ্ঞান পদ্ধতিগতভাবে নথিভুক্ত করার উদ্দেশ্যে খাগড়াছড়িতে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
হেলভেটাস বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট (আইসিমোড)’র সহযোগিতায় স্থানীয় উন্নয়ন সংস্থা তৃণমূল উন্নয়ন সংস্থা’র আয়োজনে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
২৪ ডিসেম্বর বুধবার দুপুরে খাগড়াছড়ি শহরের মিলনপুর হিলটপ গেস্ট হাউজের কনফারেন্স রুমে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন তৃণমূল উন্নয়ন সংস্থা’র প্রোগ্রাম ম্যানেজার স্যুইচিং অং মারমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক সাখাওয়াত হোসাইন প্রিন্স।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক ওম্কার বিশ্বাস। এছাড়া তৃণমূল উন্নয়ন সংস্থা’র প্রোগ্রাম অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট সুকিরণ চাকমাসহ বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, পাহাড়ি অঞ্চলে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সিএলসি একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে। একাডেমিক প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও স্থানীয় পর্যায়ের এক্সটেনশন প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জ্ঞান আদান–প্রদান, সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণমূলক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা আরও বলেন, বাস্তবায়ন প্রক্রিয়ায় অর্জিত অভিজ্ঞতা ও শেখাগুলো সঠিকভাবে নথিভুক্ত করা হলে ভবিষ্যতে নীতিনির্ধারণ, প্রকল্প পরিকল্পনা ও সম্প্রসারণ কার্যক্রমে তা কার্যকরভাবে ব্যবহার করা সম্ভব হবে।
কর্মশালাটি অংশগ্রহণকারীদের মধ্যে জ্ঞান বিনিময়, অভিজ্ঞতা ভাগাভাগি এবং পার্বত্য অঞ্চলে টেকসই উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।