• December 23, 2024

সিঙ্গিনালা হেডম্যান পাড়াতে সাংগ্রাই উদযাপন উপলক্ষে “রিলং পোঃয়ে” উৎসব 

 সিঙ্গিনালা হেডম্যান পাড়াতে সাংগ্রাই উদযাপন উপলক্ষে “রিলং পোঃয়ে” উৎসব 
মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা হেডম্যান পাড়া গ্রামে বাংলা নববর্ষ বরণ অর্থাৎ মারমা  সম্প্রদায়ের ঐতিহ্যবাহী  সাংগ্রাই উপলক্ষে মিলেনিয়াম স্পোটিং ক্লাব এর উদ্যেগে  “রিলং পোঃয়ে” (জলকেলী) উৎসব জাঁকজমকপূর্ণ ভাবে আয়োজন করা হয়েছে।
১৮ এপ্রিল সোমবার বিকাল ৪ টার  সময় মিলেনিয়াম ক্লাব এর সভাপতি মনশা মারমা’র সভাপতিত্বে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুবাছড়ি মৌজার হেডম্যান খ্যাচিং চৌধুরী, ইউপি সদস্য উষাপ্রু মারমা, সাথা কার্বারী, জনসংহতি সমিতি মহালছড়ি উপজেলা শাখার সভাপতি নীল রঞ্জন চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।
জলকেলী অনুষ্ঠান শেষে সাংগ্রাই উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে  পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়াও  সন্ধ্যায় রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম থেকে আগত শিল্পীদের নিয়ে  এক মনোজ্ঞ সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post