সিন্দুকছড়িতে সেনাবাহিনীর আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা
খাগড়াছড়ি প্রতিনিধি: পাহাড়ে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তায় নিয়োজিত সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন সদরে মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জোন সদরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন অধিনায়ক লে. কর্নেল দেওয়ান মঞ্জুরুল হক।
মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ মাঈন উদ্দিন প্রমুখ।
বক্তারা সড়ক দুর্ঘটনা, পাহাড় কাটা, অবৈধ বালু উত্তোলন, অবৈধ কাঠ পাচার বন্ধসহ নানান বিষয় তুলে ধরেন।