বিএম.বাশার, গুইমারা: খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক বাংলাদেশ সেনাবাহিনীর ২০ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
১৯ মার্চ পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা শুরু কালে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল ইসমাইল সামস আজিজি।
এসভায় অন্যান্যের মধ্যে রাখেন, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আকতার, মানিকছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া, মানিকছড়ি থানার ওসি মোঃ মাহামুদুল হাসান, গুইমারা থানার ওসি মোঃ এনামুল হক চৌধুরী, পার্বত্য অঞ্চল প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম ও সাংবাদিক আবুল বাশার সহ আরো অনেকেই বক্তব্য রাখেন।
এসময় বক্তারা সামাজিক উন্নয়ন প্রসঙ্গ আলোচনায় সড়ক দুর্ঘটনা, অবৈধ টাকা উত্তোলন, বালু উত্তোলন,পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা, মাদকদ্রব্য, চোরাচালান, খুনঘুম অপহরণ, মানবাধিকার লংঘন, সন্ত্রাস নির্মূল ও শিক্ষা সহ নানান বিষয় তুলে ধরেন।