সিন্দুকছড়ি জোনে সেনাবাহিনীর আইন শৃংখলা মতবিনিময় সভা

 সিন্দুকছড়ি জোনে সেনাবাহিনীর আইন শৃংখলা মতবিনিময় সভা

গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি জোন কর্তৃক সেনাবাহিনীর ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুন সকাল ১১টায় পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোন অধিনায়ক লে. কর্নেল দেওয়ান মঞ্জুরুল হক।

এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন ৩৩আনসার ব্যাটালিয়ন অধিনায়ক নাজমুল হোসেন নরুনবী, গুইমারা উপজেলা চেয়ারম্যান মেমং মারমা, গুইমারা থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, ৩নং সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, ১নং গুইমারা ইউপি চেয়ারম্যান নির্মেলেন্দু ত্রিপুরা, তিনটহরী ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম আজাদ, যোগ্যাছোলা ইউপি চেয়ারম্যান ক্যজরী মহাজন, মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউল আলম, সাংবাদিক সাইফুর রহমান (সজীব), দিদারুল আলম, মোকতাদের হোসেন প্রমুখ।। বক্তরা সিন্দুকছড়ি জোনের আওতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষ প্রকাশ করেন।

আলোচনায় শিক্ষা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, পাহাড়ে চাঁদাবাজী, সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন, পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা সহ নানান বিষয় তুলে ধরা হয়। জোন কমান্ডার পর্যায়ক্রমে সাধ্যমত চেষ্টা করা হবে জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post