সিন্দুকছড়ি জোনে সেনাবাহিনীর মাসিক মতবিনিময় সভা
বিএম.বাশার, গইমারা: খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক সেনাবাহিনীর ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২২ডিসেম্বর বৃহস্পতিবার পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি,জি। মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, গুইমারা থানার এসআই জহিরুল ইসলাম, মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাঈননউদ্দিন, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, খাগড়াছড়ি নাগরিক পরিষদের সহ-সভাপতি মোকতাদের হোসেন, সিন্দুকছড়ি বাজার কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ আরো কয়েকজন বক্তব্য রাখেন।
এসময় বক্তারা জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফাকে সিন্দুকছড়ি জোনের আওতাধীন সামাজিক অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা পাশাপাশি সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন, পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা, মাদকদ্রব্য, চোরাচালান, সন্ত্রাস নির্মূল ও শিক্ষা সহ নানান বিষয় তুলে ধরেন।