• February 22, 2025

সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় লক্ষীছড়ির যুবকের মর্মান্তিক মৃত্যু

 সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় লক্ষীছড়ির যুবকের মর্মান্তিক মৃত্যু

লক্ষীছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দ্রুতগামী কভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ হারিয়েছেন খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার ডিপি পাড়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আব্দুল আজিজ (১৭)।

২১ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১০টায় সীতাকুণ্ড উপজেলার ছোট দারোগার হাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ আজিজ সীতাকুণ্ডে একটি অয়েল কোম্পানিতে কর্মরত ছিলেন। শুক্রবার সকালে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি কভার্ড ভ্যান তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
কর্মস্থানের তার সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বজনেরা এ খবর নিশ্চত করেন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা কভার্ড ভ্যানটিকে আটক করে এবং চালককে ধরে ফেলে।

নিহত মোহাম্মদ আজিজের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

লক্ষীছড়ি থানার অফিসার ইনচার্জ মুখ. খালেদ জানান ঘটনাটি শুনেছি তবে এ বিষয়ে অভিযোগ নিয়ে আসেনি।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post

Leave a Reply