সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়িতে প্রায় দুই শতাধিক হতদরিদ্র পাহাড়ী জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন (বিজয়ী বাইশ)। ১৯ মে রবিবার জেলা সদরের বড়পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে খাগড়াছড়ি জোনের আওতাধীন ঘাসবন আর্মি ক্যাম্প এ মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করে। এসময় বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইনে বাঙ্গালী এবং উপজাতীয় জনগোষ্ঠীর লোকজনরা চিকিৎসা সেবা নিতে অংশ গ্রহণ করেন। সদর জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন ফাহমিদ হাসানন ও ঘাসবন ক্যাম্প কমান্ডার লেঃ মোহাম্মদ মাশরুর এলাহীর নেতৃত্বে

ক্যাম্প কমান্ডারের সাথে কথা বলে জানাযায় এ ধরণের মেডিক্যাল ক্যাম্পেইন খাগড়াছড়ি সদর জোন কর্তৃক ভবিষ্যতেও পরিচালিত হবে। অপর দিকে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার জন্য স্থানীয় জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরাফাত হোসেন জানান, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ে দুস্থ ও গরীব অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদানে খাগড়াছড়ি সদর জোন নিয়মিত মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করেছে। ভবিষ্যতেও সদর জোন কর্তৃক এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

Read Previous

লামায় চাঁদা না পেয়ে রাবার বাগান কেটে দিয়েছে সন্ত্রাসীরা

Read Next

রমজানে সুবিধাবঞ্চিতদের পাশে আজকের প্রজন্ম