বিএম.বাশারঃ-
ছাত্র-জনতার গণভ্যূত্থানে স্বৈরশাসকের পালায়নের বর্ষপূর্তি উপলক্ষ্যে আনন্দ র্যালী ও আনোচনা সভা করেছে গুইমারা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
৫ আগষ্ট মঙ্গলবার বিকাল ৪ ঘটিকার সময় গুইমারা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ আনন্দ র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও গতকাল গণভ্যূত্থানে নিহতদের স্মরনে ও বিদেহী আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতার কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করা হয়।
এসময় গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগের সভাপতিত্বে আনন্দ র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট মালেক মিন্টু।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ ইউচুফ, সাধারন সম্পাদক মাহবুব আলী, সিঃ সহ সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম সহ অঙ্গ সহযোগী সংগঠনের ওয়ার্ড ইউনিয়ন ও উপজেলার নেতা কর্মীবৃন্দ।
আলোচনায় বক্তারা বলেন, বিগত স্বৈরাচারী সরকারের দু:শাসন আমলে সাধারন মানুষ থেকে শুরু করে সবারই কন্ঠরোধ করে রেখেছিলো ফ্যাসিবাদি সরকার। তারা মনে করেছিলো কিয়ামত পর্যন্ত তারা জনসাধারনের কন্ঠরোধ করে ক্ষমতায় থাকতে পারবে। কিন্তু মানুষের যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন ছাত্র জনতা আর বসে থাকতে পারেনি। বিএনপিসহ সাধারন মানুষ রাস্তায় নেমে ম্বৈরাচারী খুনিকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করে। বক্তারা আরো বলেন, আগামিতে বিএনপিকে ভোট দিয়ে জন-মানুষের কল্যানে কাজ করার সুযোগ করে দিন, কারন বিএনপি সাধারন মানুষের দল, বিএনপি মজলুমের দল।