হত্যা মামলার আসামী লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা ফের আটক
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা(৪২)কে যৌথবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে ফের আটক করেছে। লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচর্জা আ: জব্বার এ খবর নিশ্চিত করেছেন।
২৯ জানুয়ারি মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জোন সদর এলাকায় নিরাপত্তা পোস্টে সেনাবাহিনী ও পুলিশ অপেক্ষমান থাকলে মোটরসাইকেল যোগে শিলাছড়ির দিকে যাওয়ার সময় নিরাপত্তার জালে ধরা পরেন অস্ত্র ও হত্যা মামলার পলাতক আসামী লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা।
লক্ষ্মীছড়ি থানার ওসি (তদন্ত) মো: শাহেনুর এ প্রতিনিকে বলেন, লক্ষ্মীছড়ি উপজেলায় সুপার জ্যোতি চাকমার বিরুদ্ধে অস্ত্র মামলা রয়েছে। এছাড়াও লঙ্গদু ও নানিয়ারচর উপজেলায় জেএসএস’র নেতা হত্যাকান্ডের ঘটনায় মামলা রয়েছে। সে দীর্ঘ দিন ধরে পলাতক রয়েছেন। তাকে জিগ্যাসাবদ করা হচ্ছে, বুধবার সকালে খাগড়াছড়ি আদালতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য ২০১৭ সালের ১ জানুয়ারি নিজ বাসা হতে অস্ত্র ও গুলিসহ যৌথবাহিনীর অভিযানে আটক হন উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা। এর পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিদির্শে সাময়িক বরখাস্থ্য হয়েছিলেন। হাইকোর্ট থেকে জামিন নিয়ে পূর্ণবহাল হলেও বিভিন্ন উপজেলায় হত্যা মামলার ঘটনায় আত্মেেগাপনে ছিলেন ইউপিডিএফ সমর্থিত উপজেলা চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা। বর্তমানে উপজেলা ভাইস চেয়ারম্যান অংগ্য প্রু মারমা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।