হযরত গাউছুল আ’যম বাবাভাণ্ডারী (ক.)’র ওরশ শরীফ শুরু, আখেরী মুনাজাত ৫ এপ্রিল
প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফের অন্যতম প্রাণপুরুষ ও ত্বরীক্বায়ে মাইজভাণ্ডারীয়ার পূর্ণতাদানকারী ইমামুল আওলিয়া হুজুর গাউছুল আ’যম শাহ্সূফী মাওলানা সৈয়দ গোলামুর রহমান বাবাভাণ্ডারী (ক.) এর ৩ দিনব্যাপী ৮৩তম ওরশ শরীফ আজ ৩ এপ্রিল বুধবার থেকে মাইজভাণ্ডার দরবার শরীফে শুরু হয়েছে। ৫ এপ্রিল শুক্রবার ওরশ শরীফের প্রধান ও শেষ দিবস। এ উপলক্ষ্যে আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার ব্যাপক কর্মসূচীর মধ্যে রয়েছে- খতমে কুরআন, খতমে গাউছিয়া শরীফ, রওজায় গিলাফ চড়ানো, ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প, রক্তদান, ব্লাড গ্র“প নির্ণয়, মাদকের বিরুদ্ধে গণসচেতনার লক্ষ্যে র্যালি, বাবাভাণ্ডারী কাদ্দাছাল্লাহু ছিররাহুল আজিজের জীবনদর্শনের ওপর আলোচনা, ওয়াজ-মিলাদ, জিকিরে ছেমা- কাওয়ালী ও তবারুক বিতরণ। শুক্রবার ৫ এপ্রিল আখেরী মুনাজাত পরিচালনা করবেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)। ওরশ শরীফকে কেন্দ্র করে বাংলাদেশের প্রত্যান্ত অঞ্চল থেকে শত-শত বিভিন্ন ধরনের যানবাহন নিয়ে আশেক ভক্তবৃন্দ মাইজভাণ্ডার দরবার শরীফে সমবেত হচ্ছে। মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন ও আন্জুমান সভাপতি শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (ম.জি.আ.) জানান ওরশ শরীফ উপলক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য আন্জুমানের উদ্যোগে তথ্য কেন্দ্র খোলা হয়েছে। ওরশ শরীফ সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার জন্য আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আন্জুমান ও মইনীয়া যুবফোরামের ৫০টি টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। তিনি দায়িত্বরত সবাইকে ধৈর্য্য ও সহনশীলতার সাথে দায়িত্ব পালন করার অনুরোধ জানান। বার্তা প্রেরক (মুহাম্মদ ইব্রাহিম মিয়া) কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক
আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া