• December 5, 2024

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফটিকছড়ি শাখার উদ্যোগে মতবিনিময় সভা

ফটিকছড়ি প্রতিনিধি: বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ফটিকছড়ি উপজেলা শাখা কর্তৃক গত মঙ্গলবার আসন্ন উপজেলা নির্বাচনে ফটিকছড়ি উপজেলা থেকে ঐক্য পরিষদ থেকে ভাইস চেয়ারম্যান পুরুষ পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়নের ব্যাপারে এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহন করেন উপজেলা পূজা উদযাপন পরিষদ, উপজেলা সম্মিলিত বৌদ্ধ পরিষদ, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ, উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদ, উপজেলা বাগীশিক ও ফটিকছড়ি বাগান বাজার থেকে আবদুল্লাপুর পর্যন্ত সনাতনী ও বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ। সভায় আলোচনা থেকে সবার সর্ব সম্মত সিদ্ধান্তে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ থেকে সাধারণ সম্পাদক মাস্টার রতন চৌধুরী, সাংবাদিক বিশ্বজিৎ রাহা ও শিমুল ধর এবং সম্মিলিত বৌদ্ধ পরিষদ থেকে একজনকে মনোনয়ন দেওয়া হয়। আওয়ামীলীগের সাথে আলোচনা করে দলীয় মনোনয়নের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আওয়ামীলীগের সাথে আলোচনার জন্য জোড় দাবী জানানো হয়।

ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের প্রতি ঐক্য পরিষদ কর্তৃক মনোনীত দলীয় মনোনয়ন দানের জন্য সবিনয়ে অনুরোধ জানানো হয়। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরষদের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক অমর বিকাশ নন্দী, সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাধারণ সম্পাদক ধনঞ্জয় বড়–য়া রুবেল, লায়ন নিপু বড়ুয়া, সাংবাদিক বিশ্বজিৎ রাহা, রনজিত কুমার চৌধুরী, অধ্যাপক দয়াল রায়, প্রদীপ কুমার, কাজল কান্তি পাল, ডাঃ বিপুল রায়, ডাঃ রতন নাথ, শিমুল ধর, কাজল শীল, ডাঃ প্রতাপ রায়, মাস্টার মিলন নাথ, সুজিত চক্রবর্তী, মাস্টার প্রদীপ দে, বাবু লিংকন চক্রবর্তী, এড. মিহির কান্তি দে, কুসুম দে, সুমন বণিক, প্রকাশ রায়, মাস্টার সুরঞ্জন, দোলন নাথ, আদিত্য সৈকত, মানষ চক্রবর্তী, মৃদুল কর্মকার, মন্টু কুমার দে, ভজন নাথ, গুরুপদ শীল, কল্লোল দাশ, রিন্টু দে, তাপস চক্রবর্তী, লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, ধনঞ্জয় নাথ, সাগর দে, উজ্জ্বল দে, পলাশ নাথ, সবুজ প্রমূখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post