• December 26, 2024

১১ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ, আটক তিন চোরাকারবারি

 ১১ লাখ টাকার ভারতীয় মোবাইল জব্দ, আটক তিন চোরাকারবারি

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রায় ১১ লাখ টাকার বিভিন্ন মডেলের ভারতীয় এন্ড্রয়েট মোবাইল ফোন জব্দ করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। এসময় মো. আব্দুর রহিম, মো. ইমাম হোসেন ও মো. বেলাল হোসেন নামে তিন চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ৬ নভেম্বর সন্ধ্যার দিকে মাটিরাঙ্গা বাজারের শান্তি কাউন্টারের সামনে থেকে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, একদল চোরাকারবারী ভারতে ব্যবহৃত পুরাতন মোবাইল বাংলাদেশ সীমান্ত দিয়ে সুকৌশলে চোরাইপথে নিয়ে এসে চট্টগ্রামে নিয়ে যাওয়ার জন্য শান্তি কাউন্টারের সামনে অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়ার নেতৃত্বে পুলিশের একটি টীম অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবীরা পালানোর চেষ্ঠা করলে তাদেরকে আটক করা হয়। পরে  তাদের সাথে থাকা ব্যাগে তল্লাশী চালিয়ে ভিবো, রেডমি, অপ্পো ও রিয়েলমীসহ বিভিন্ন ব্রান্ডের ৬০টি ভারতীয় এন্ড্রয়েট মোবাইল ফোন জব্দ করা হয়।

এ বিষয়ে বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত মোবাইল ফোনের আনুমানিক বাজার মুল্য প্রায় ১১ লাখ  টাকা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post