১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
গুইমারা প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে প্রস্তুতি সভা সভার আয়োজন করা হয়।
১১ ডিসেম্বর বুধবার বিকেলে গুইমারার অডিটরিয়াম হলে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মামুনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং হাফছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল কাশেম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নবী হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ডালিম, গুইমারা ১নং ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সিন্দুকছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নোয়াব আলী শেখসহ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড ওয়াট পর্যায়ের অসংখ্য নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।