• June 17, 2024

৪১ প্রজাতির পাখি নিয়ে ‘সেভ দ্য বার্ডস অব হিল’ শীর্ষক ছবি প্রদর্শনী খাগড়াছড়িতে

খাগড়াছড়ি প্রতিনিধি: হলুদ পায়ের হরিয়াল, ধবল পেট মুনিয়া, নীল গলা বসন্ত, খয়রা লাটোরা, কালামাথা কাবাসি, বেগুনি কোমর মৌটুসি, লালপিঠ ফুলঝুরি, পাহাড়ি নীলকান্ত, উদয়ী ধলাচোখসহ ৪১ প্রজাতির বাহারি সব পাখি দেখতে ‘সেভ দ্য বার্ডস অব হিল’ প্রদর্শনীতে ভিড় জমিয়েছে পাখি ও প্রকৃতি প্রেমীরা।

৩০ মার্চ শুক্রবার বিকেলে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্ক চত্বরে প্রথমবারের মতো আয়োজিত ‘সেভ দ্য বার্ডস অব হিল’ প্রদর্শনী উদ্বোধন করেন খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হামিদুল হক ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী।

দুই দিন ব্যাপী এ প্রদর্শনীতে স্থান পেয়েছে খাগড়াছড়ি ও রাঙ্গামাটির বিভিন্ন জনপদ থেকে দুই তরুণ আলোকচিত্রী প্রকৌশলী সবুজ চাকমা ও সাংবাদিক সমির মল্লিকের তোলা ৪১ প্রজাতির পাখির ছবি।

প্রদর্শনী ঘুরে দেখে দুই তরুণ আলোকচিত্রীর এমন অনন্য উদ্যোগের প্রশংসা করে ব্রিগেডিয়ার জেনারেল মো. হামিদুল হক বলেন, তাদের এ উদ্যোগ পাহাড়ের বিরল প্রজাতির পাখি রক্ষায় জনসচেতনতা বাড়াবে। পাখির পাশাপাশি প্রকৃতি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ির এডিসি (সার্বিক) মো. চাহেল তস্তরী, এসপি মো. আহমার উজ্জামান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য নির্মলেন্দু চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদার প্রমুখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post