৪৫দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন বিষয়ে আলোচনা সভা লক্ষ্মীছড়িতে
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় জন্ম নিবন্ধন বিষয়ে সচেতনতা বাড়াতে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প। এ কার্যক্রম বাস্তবায়ন করতে ‘ইউনিসেফ বাংলাদেশ’ সার্বিকভাবে সহযোগীতা করে। ২৭ মার্চ বুধবার সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদর ও বাজার এলাকা প্রদক্ষিণ করে লক্ষ্মীছড়ি কমিউনিটি সেন্টারে এসে আলোচনা সভায় মিলিত হন।
লক্ষ্মীছড়ি উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান আলোচক প্রেজেন্টেশন উপস্থাপন করেন তিন পার্বত্য জেলার চাইল প্রোডাক্স অফিসার ফ্লোরা জেসমিন দিপা। স্বাগত বক্তব্য রাখেন ইউনিসেফ’র লক্ষ্মীছড়ি উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিসার শিবেন তালুকদার। বক্তারা বলেন, অনেক মা-বাবাই ইচ্ছাকৃতভাবে শিশুর জন্ম নিবন্ধন করতে বিলম্ব করে থাকেন। কিন্তু এটা সঠিক কাজ নয়। শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন নিশ্চিত করার পরামর্শ দেন।