• November 21, 2024

৬কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দীঘিনালায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের উদ্বোধন

 ৬কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দীঘিনালায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের উদ্বোধন

পাহাড়ের আলো: খাগড়াছড়ির দীঘিনালায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ২৯ জুন শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্টেডিয়াম নির্মাণ কাজ উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, পুলিশ সুপার মুক্তা ধর, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিদারুল আলম, দীঘিনালা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ কাশেম, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ, সহকারী কমিশনার (ভূমি) আবুল হাসানাত খান, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান এসময় উপস্থিত ছিলেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদ কাজটি বাস্তবায়ন করছে। নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ২৩ লাখ ৯৭ হাজার টাকা।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post