• December 24, 2024

৮ হাজার পানিবন্ধীর মাঝে খাদ্য বিতরণ শুরু করেছে খাগড়াছড়ি পৌরসভা

 ৮ হাজার পানিবন্ধীর মাঝে খাদ্য বিতরণ শুরু করেছে খাগড়াছড়ি পৌরসভা

স্টাফ রিপোর্টার: সারা দিন কোন পদক্ষেপ দেখা না গেলেও রাতে বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত ৮ হাজার পানি বন্ধী মানুষের মাঝে খাবার বিতরণ শুরু করছে খাগড়াছড়ি পৌরসভা। খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে চলছে এই খাবার বিতরণের কার্যক্রম।

সংশ্লিষ্ট ৯ ওয়ার্ড কাউন্সিলর ৩ সংরক্ষিত মহিলা কাউন্সিলর সরাসরি খাদ্য বিতরণ করছেন। পৌরসভার প্রায় ১৫ গ্রামে পানি উঠেছে।

মুসলিম পাড়া বয়োবৃদ্ধ আবদুল বারেক, রাজ্যমনি পাড়ার নেইম্রা মারমা, শালবন এলাকার নাছিমা বেগম বলেন সারাদিন কেউ খবর নেয়নি। রাতে খিচুড়ি দিয়ে পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান পৌর কতৃপক্ষকে।

পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেন, গতকাল রাত হতে আজ পর্যন্ত ৫৭মিলিমিটার বৃষ্টি এবং পাহাড় হতে নেমে আসা ঢলে প্লাবিত পৌরসভার আওতাধীন গরীব, অসহায়দের মাঝে খাদ্য ও পানীয় বিতরণ শুরু হয়েছে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন ক্ষতিগ্রস্থদের তালিকা হাতে আসার পর পদক্ষেপ নেয়া হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post