Homeস্লাইড নিউজশিরোনাম

পানছড়িতে জেলা প্রশাসকের বিদায় অনুষ্টান

পানছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা প্রশাসকের বিদায় উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ৬ আগস্ট সোমবার দুপুর ১টার দিকে পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা

মানিকছড়িতে সপ্তম শ্রেনী ছাত্রের লাশ উদ্ধার
লক্ষ্মীছড়ি ও মাটিরাঙ্গায় সড়ক অবরোধ পালিত
খাগড়াছড়িতে গার্ডিয়ান লাইফ ইন্সুইরেন্স কোঃ লিঃ এর আলোচনা সভা অনুষ্ঠিত

পানছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা প্রশাসকের বিদায় উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। ৬ আগস্ট সোমবার দুপুর ১টার দিকে পানছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, সাবেক উপজেলা চেয়ারম্যান বকুল চন্দ্র চাকমা, পিডিপি‘র নির্বাহী প্রকৌশলী কামাল উদ্দিন, পানছড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমা, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, থানা অফিসার্স ইনচার্জ মোঃ মিজানুর রহমান, পানছড়ি ডিগ্রী কলেজের প্রভাসক ত্রিরতন চাকমা প্রমূখ।

পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান মাহমুদ পরিচালিত অনুষ্টান শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যানদের পক্ষে ৩নং পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোঃ নাজির হোসেন, ইউপি সচিবদের পক্ষে ৩নং পানছড়ি সদর ইউপি সচিব মোঃ নজরুল ইসলাম, পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক মোঃ অলি আহম্মদ, পানছড়ি থানার পক্ষে অফিসার্স ইনচার্জ মোঃ মিজানুর রহমান ক্রেস্ট ও উপহার সামগ্রী দিয়ে বিদায়ী জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল ইসলামকে বিদায় জানান।