• July 27, 2024

বিদ্যালয়ের নামে বন্দোবস্তি দেয়ার দাবিতে প্রধানমন্ত্রীরর বরাবরে স্মারকলিপি খাগড়াছড়ি জেলা প্রশাসককে

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলা শহরের টিএন্ডটি গেইট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাঠ প্রবীন হিতৈষী সংঘের নামে বরাদ্ধের প্রতিবাদ ও উক্ত মাঠ বিদ্যালয়ের নামে বন্দোবস্তি দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী, মাঠ রক্ষা কমিটি ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।

সকালে জেলা প্রশাসকের মাধমে প্রদানকৃত স্মারকলিপিটি প্রধানমন্ত্রী ছাড়াও স্থানীয় সংসদ সদস্য, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার, সেক্টর কমান্ডার, ডিজিএফআই কমান্ডার, জেলা প্রশাসক, এএসইউ শাখা কমান্ডার, পুলিশ সুপার, এনএসআই’র শাখা যুগ্ন পরিচালক, সদর জোন অধিনায়ক ও পৌর মেয়রকে অনুলিপি প্রেরণ করা হয়েছে।

এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও পৌর ৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মজিদ, পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের জেলা সভাপতি আসাদুল্লাহ আসাদ, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন কায়েশসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post