খাগড়াছড়িতে শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামীলীগ খাগড়াছড়ি জেলা শাখা ও সহযোগী সংগঠনের আয়োজনে বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে খাগাড়াছড়ি জেলা আওয়ামীলীগ এর কার্যালয়ে।
এসময় প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামীলীগ সহ- সভাপতি ও জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা পরিষদের সদর আশুতোষ চাকমা,সদর উপজেলা পরিষদেও চেয়ারম্যান শানে আলম, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, সহ- দপ্তর সম্পাদক নুরুল আজম, বন ও পরিবেশ সম্পাদক সৈকত-উল ইসলাম ও যুব মহিলা লীগ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি বিউটি রাণী ত্রিপুরা।
এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ এর পর শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশ আওয়ামীলীগ খাগড়াছড়ি জেলা শাখা ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।