• December 11, 2024

ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা করেছে দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমিতি

 ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা করেছে দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমিতি

মো: আল আমিন, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতা প্রদান করেছে দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।

রবিবার সন্ধ্যায় উপজেলার বোয়ালখালী কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির কার্যালয়ে উপজেলার বিভিন্ন ধর্মালম্বীর ৮টি ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের হাতে অর্থ সহায়তা তুলে দেন সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন।

এ সময় উপস্থিত ছিলেন, সমিতির সদস্য মো. শরিফুল ইসলাম, আলমগীর হোসেন, প্রসিত চাকমা, মিঠু চৌধুরী, আনোয়ার হোসেন, ফারুক মিয়া সহ সমিতির অনান্য সদস্যবৃন্দ।

সমিতির সভাপতি জয়নাল আবেদীন জানান, প্রথমবারের মতো আমরা দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ধর্মালম্বীর ৮টি ধর্মীয় প্রতিষ্ঠানে আমাদের সাধ্যমত আর্থিক সহযোগিতা প্রদান করেছি। ভবিষ্যতেও আমাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post