খাগড়াছড়িতে নিয়োগবিধি সংশোধন সহ ৬ দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থাসন কর্মসূচি

খাগড়াছড়ি প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। নিয়োগবিধি সংশোধন, গ্রেড উন্নীতকরণসহ ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে খাগড়াছড়িতে ৯টি উপজেলার স্বাস্থ্য সহকারীদের নিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
৮ জুলাই মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ে সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ হেলথ অ্যাসিস্টেন্ট এসোসিয়েশন খাগড়াছড়ি জেলা শাখা।
এসময় অবস্থান কর্মসূচিতে বক্তারা, মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন, ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ ও টেকনিকেল পদমর্যাদা প্রদানসহ ৬ দফা দাবি তুলে ধরেন।
এবং দ্রুত তাদের দাবি না মানা হলে তারা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন জানান বক্তারা। প্রয়োজনে তারা সেবা প্রদানও বন্ধ রাখার হুশিয়ারি দেন।
এ সময় বাংলাদেশ হেলথ অ্যাসিস্টেন্ট এসোসিয়েশন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি এডিসন চাকমা, সাধারণ সম্পাদক কিরণ কুমার ত্রিপুরা, মোঃ জাকির হোসেন, মোঃ ইউসুফ, বিবেকাময় রোয়াজা বক্তব্য রাখেন।