মহালছড়িতে নানা আয়োজনের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

শেয়ার করুন

মোঃ কাউসারুল ইসলাম, মহালছড়ি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলাতে জগত প্রতিপালক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি “শ্রীশ্রী জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা করেছে জন্মাষ্টমী উদযাপন কমিটি।

১৬ আগস্ট শনিবার  সকালে মহালছড়ি উপজেলার শ্রীশ্রী দক্ষিনা কালি মন্দির প্রাঙ্গণে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর মহোৎসব উপলক্ষে শোভাযাত্রা বের হয়ে উপজেলা সদরে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয় শোভাযাত্রা।

আয়োজিত অনুষ্ঠান ও শোভাযাত্রার উদ্বোধন করেন মহালছড়ি সেনাবাহিনী জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিস ইমতিয়াজ। মহালছড়ি উপজেলার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি প্রকৌশলী শ্যামল ত্রিপুরা সভাপতিত্বে ও জুয়েল দাশের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান , মহালছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিমুল কান্তি চাকমা, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন, মন্দিরের প্রধান উপদেষ্টা ডাঃ স্বপন চক্রবর্তী সহ উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, সকল ধর্মের লোকজন মিলে পাহাড়ে ধর্মীয় উৎসবগুলো উপভোগ করে থাকেন। এখানে ধর্মীয় অনুষ্ঠানগুলোতে কোনো সমস্যা হওয়ার সুযোগ নেই। প্রশাসন সর্বদা সজাগ থাকেন। আমরা চাই পাহাড়ের সকল মানুষ তাদের ধর্মীয় উৎসব নিরাপদে পালন করবে। জন্মাষ্টমী উপলক্ষে সকালে শ্রীশ্রী গীতাপাঠের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন এবং অতিথিদের বক্তব্য শেষে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

আয়োজকদের মধ্যে থেকে দিনব্যাপী অনুষ্ঠানমালায় সকল ধর্মপ্রাণ ভক্তদের উপস্থিত হয়ে শ্রীকৃষ্ণের জন্মোৎসবকে মহিমান্বিত করার জন্য আহ্বান জানানো হয়েছে। উল্লেখ্য, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব, যা ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি হিসেবে সারা বিশ্বে পালন করা হয়।