লক্ষ্মীছড়ি বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের হোস্টেল, বিজ্ঞান ও আইসিটি ভবন এবং রাস্তা উদ্বোধন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি সেনাবাহিনী জোন কর্তৃক বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের হোস্টেল, বিজ্ঞান ও আইসিটি ভবন এবং রাস্তা উদ্বোধন।

২৫জানুয়ারি রোববার ১০টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষীছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত হোস্টেল, দ্বিতল বিশিষ্ট বিজ্ঞান ও আইসিটি ভবন এবং বিদ্যালয় সংযোগকারী রাস্তার শুভউদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থাপনাসমূহের উদ্বোধন করেন লেফটেন্যান্ট কর্নেল মোঃ তাজুল ইসলাম, পিএসসি, জি, জোন কমান্ডার, লক্ষীছড়ি জোন।

বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়টি এলাকার একমাত্র মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে বর্তমানে প্রায় ৪৫০ জন বাঙালি ও পাহাড়ি শিক্ষার্থী অধ্যয়নরত। দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের নিরাপদ আবাসন ও নিয়মিত পড়াশোনার সুযোগ নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ও লক্ষীছড়ি জোনের তত্ত্বাবধানে একটি ছাত্র হোস্টেল স্থাপন করা হয়েছে, যেখানে একসাথে ৪০ জন শিক্ষার্থী থাকার সুযোগ পাবে।

এছাড়াও, শিক্ষার্থীদের আধুনিক বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষার সুযোগ প্রদানের লক্ষ্যে একটি দ্বিতল বিশিষ্ট বিজ্ঞান ও আইসিটি ভবন নির্মাণ করা হয়েছে, যা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে বিদ্যালয়ের যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের অংশ হিসেবে স্কুলের মেইন গেট পর্যন্ত ৫৩৫ ফুট রাস্তা নির্মাণ করা হয়েছে, ফলে শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় জনগণের চলাচল সহজতর হয়েছে।

সেনাবাহিনীর এ ধরনের শিক্ষা ও উন্নয়নমূলক উদ্যোগ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন, শিক্ষার প্রসার এবং পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।