• May 2, 2025

দীঘিনালায় পলাতক আসামী আটক

দীঘিনালা: দীঘিনালা  উপজেলায় পুলিশের অভিযানে মামলার পলাতক আসামীকে আটক করা হয়েছে। শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার বাসর্টামিনাল এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামী অঙ্গদ চাকমা (৩৮ কে আটক করে পুলিশ। সে বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী এলাকার কুনেন্দ্র লাল চাকমার ছেলে। তার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে দীঘিনালা থানায় মামলা রয়েছে।

দীঘিনালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত ১৯ নভেম্বর দীঘিনালা ডিগ্রি কলেজে ২ পাহাড়ি ছাত্র সংগঠনের মধ্যে সংর্ঘষ হয়। এ ঘটনার পর গত ২৩ নভেম্বর দীঘিনালা থানায় তার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা হয়। ঘটনার পর  থেকেই  সে পলাতক ছিল। শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানার পুলিশ উপজেলার বাসর্টামিনাল এলাকা থেকে তাকে আটকের পর কোর্ড হাজতে প্রেরণ করে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post