গুইমারাতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র গুলি উদ্ধার
স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির গুইমারা উপজেলার গহীন অরণ্যে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে ১৪ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনী। বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নতুনপাড়া এলাকার পরিত্যক্ত একটি জুম ঘর অভিযান চালিয়ে দেশীয় তৈরী ২টি এলজি, ৪রাউন্ড গুলি ও চাঁদা আদায়ের রশীদ বই উদ্ধার করা হয়।
নিরপিত্তা বাহিনী সূত্র জানায়, নতুনপাড়ার এলাকায় একটি পরিত্যক্ত জুম ঘরে সন্ত্রাসীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে মেজর আলতাফ মাহমুদ এর নেতৃত্বে সেনা সদস্যরা এ অভিযান চালায়। এসময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও পরিত্যক্ত ঘরটি তল্লাশি চালিয়ে দুটি দেশীয় তৈরি এলজি, চার রাউন্ড তাজা গুলি, চাঁদা আদায়ের রশীদ বই ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি গুইমারা থানায় পুলিশের কাছে হস্থান্তার করা হয়েছে ।