• December 22, 2024

দীঘিনালায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন

দীঘিনালা প্রতিনিধি: মান সম্মত শিক্ষা, শেখ হাসিনার দীক্ষা প্রতিপাদ্য ধারন করে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৮ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, প্রাথমিক শিক্ষা মেলা, শিক্ষক সমাবেশ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।

সমাবেশের শুরুতে ফিতা কেটে মেলা শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দীঘিনালা জোনের উপ- অধিনায়ন মেজর মো. মাকসুদুল নাঈম পিএসসি। পরে মেলা স্টল ঘুরে দেখা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থেত থেকে বক্তব্য রাখেন  জোনের উপ- অধিনায়ন মেজর মো. মাকসুদুল নাঈম পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুসময় চাকমা, ২নং বোয়াখালী ইউপি চেয়রম্যান চয়ন বিকাশ চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা এসএম শাহনেওয়াজ, উপজেলা শিক্ষা কর্মকর্ত(ভারপ্রাপ্ত) মোঃ মিনহাজুল ইসলাম, প্রমূখ।

আলোচনা সভা শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়। পরে সাংস্কৃতি অনুষ্ঠান শুরু হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post