• January 15, 2025

নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের স্বরণে দীঘিনালায় প্রদীপ প্রজ্বলন

মোঃ আল আমিন, দীঘিনালা: নেপালের কাঠমুন্ডুতে বিমান দূর্ঘটনায় নিহত এবং তাদের আত্বার শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন এবং প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দীঘিনালা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচির আয়োজন করে যুব রেড ক্রিসেন্ট, দীঘিনালা উপজেলা উপজেলা ইউনিট।

প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালনে সংহতি প্রকাশ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শেখ শহিদুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক মো মাইনুদ্দীন এবং  যুব রেড ক্রিসেন্ট দীঘিনালা উপজেলা ইউনিটের যুব প্রধান মুমু বড়ুয়া, উপ যুব প্রধান মো আল আমিন পরিকল্পনা ও জনসংযোগ বিভাগীয় প্রধান রাফি পাটোয়ারি সহ ইউনিটের অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্বলন কর্মসূচির পর ১ মিনিট নিরবতা পালন করে বিমান দূর্ঘটনায় নিহতদের আত্বার শান্তি কামনা করা হয়।
সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালন করার সময় দীঘিনালা উপজেলা শহীদ মিনার থেকে ছবিটি তোলা হয়েছে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post