অনির্দিষ্ট্যকালের হরতালের হুমকি পিবিসিপি’র
স্টাফ রিপোর্টার: জেলা খাগড়াছড়িতে পার্বত্য বাঙ্গালী ছাত্র কেন্দ্রীয় সভাপতিকে অন্যায়ভাবে পুলিশ আটক করেছে উল্লেখ করে তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে অন্যথায় অনির্দিষ্ট্যকালের হরতাল কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।
সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসাইন সাকিব স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এই তথ্য জানানো হয়েছে।মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত প্রেস বার্তায় সাকিব জানান, অদ্য ০৮/০৫/২০১৮ইং রোজ মঙ্গলবার, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মজিদকে পার্বত্য বাঙ্গালীদের নেতৃত্ব শূন্য করার ষড়যন্ত্রের লক্ষে খাগড়াছড়ি জেল সুপার আবু ফাতাহ কর্তৃক অন্যায়ভাবে ব্যাপক মারধর পূর্বক গ্রেফতার করেছে খাগড়াছড়ি জেলা সদর পুলিশ।
পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ এই ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছে এবং অনতিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবী জানাচ্ছে।
অন্যথায় আগামী কাল ০৯/০৫/২০১৮ ইং রোজ বুধবার থেকে খাগড়াছড়ি জেলায় আব্দুল মজিদের মুক্তি,এবংখাগড়াছড়ি জেল সুপার আবু ফাতাহকে প্রত্যাহারের দাবীতে অনির্দিষ্ট্যকালের জন্য হরতাল ঘোষণা করা হবে।