• November 22, 2024

রামগড়ে দেড় লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার

রামগড় প্রতিনিধি: খাগড়াছড়ি  জেলার রামগড় ৪৩ বিজিবির অভিযানে প্রায় দেড় লক্ষাধিক টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

১৬ মে বেুধবার গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় জোন) অধিনস্থ কয়লারমূখ চেকপোস্ট এর নায়েক সুবেদার মোঃ বাবুল হোসেন এর নেতৃত্বে একটি টহল দল পাশ্বস্ত লেবুবাগান নামক এলাকায় অভিযান চালায়। এসময় মাদক চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ৩৯২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৯ বোতল ভারতীয় মদ ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে অভিযান পরিচালনাকারী বিজিবি টহল দল কর্তৃক উদ্ধারকৃত মালামাল কয়লারমুখ সীমান্ত ফাঁড়িতে  নিয়ে আসা হয় যার আনুমানিক বাজার মূল্য ১লক্ষ ৪৬হাজার। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। জিডি নম্বর- ৭১৫/১৮।
বিজিবি সূত্রে জানা গেছে, উক্ত মাদকদ্রব্য ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় জোন) সদরের মাদক সংরক্ষনাগারে সংরক্ষণ করা হবে, যা পরবর্তীতে ধ্বংস করা হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post