রাঙ্গুনিয়ায় ইয়াবাসহ ১৫ জনকে গ্রেপ্তার
শান্তি রঞ্জন চাকমা, রাঙ্গুনিয়া: রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিছ ইয়াবা সহ ওয়ারেন্টভুক্ত বিভিন্ন মামলার ১৫ জনকে গত বুধবার রাতে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহষ্পতিবার ধৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়।
জানা যায়, উপজেলার বিভিন্ন ইউনিয়নে পুলিশ অভিযান চালিয়ে মো. আবুল কালাম, মজু মিয়া, আবদুল খালেক, নুরুল আবছার, মোহাম্মদ আবু মুছা, রোকেয়া বেগম, ইকবাল হোসেন, বুলু আকতার, মো. বাবুল, জিয়াউল হক, মো. আরকান, মো. সেলিম, মো. আলমগীর, ছরোয়ার আলম ও ৪০ পিস ইয়াবাসহ হোছনাবাদ ইউনিয়নের সওদাগর পাড়ার মো. কামাল কোম্পানির পুত্র আবদুল গণিকে পুলিশ গ্রেপ্তার করে। ধৃতদের বিরুদ্ধে মামলার পরোয়ানা রয়েছে।
ইয়াবাসহ আটক আবদুল গণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে রাঙ্গুনিয়া মডেল থানা সূত্রে জানা গেছে।