মহালছড়িতে বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনীর চিকিৎসা সেবা
মহালছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার দুর্গম নুনছড়ি এলাকার থলিপাড়া নামক গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে মহালছড়ি জোনের সেনাবাহিনী। ২৩ জুন শনিবার সকাল সাড়ে ১০টায় মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন ইমরান জুয়েল এর নেতৃত্বে চিকিৎসকের পরামর্শে নুনছড়ি এলাকার থলিপাড়া নামক গ্রামে ২ শত ৫০ জনের মতো নারী পুরুষকে বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।
আরএমও ক্যাপ্টেন ইমরান জুয়েল বলেন, সম্প্রতি টানা বর্ষণে সৃষ্ট বন্যার কারণে পানি বাহিত বিভিন্ন রোগে আক্রান্ত ক্ষতিগ্রস্ত গরীব ও দুস্থ পরিবারের মাঝে চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে দুর্গম উচুঁ নিচু পাহাড় পাড়ি দিয়ে মহালছড়ি জোনের সেনাবাহিনীর একটি টিম থলিপাড়া নামক গ্রামে গিয়ে চিকিৎসা প্রদান করা হয়। সেনাবাহিনীরা নিরাপত্তা ও আইনশৃংখলা রক্ষার পাশাপাশি পাহাড়ে সব সময় সেবামূলক ও উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। এলাকায় শান্তি বজায় রাখার জন্য সকলের প্রতি আহবান জানান তিনি।