• December 27, 2024

রামগড়ে প্রতিবন্ধিদের মাঝে চিকিৎসা ও ব্লাড ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টার: খাগড়াছড়ির রামগড়ে নিউ ড্রিমস প্রতিবন্ধি সংস্থা ও পাবলিক চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যেগে উপজেলার প্রত্যন্ত এলাকার সুবিধা বঞ্চিত প্রতিবন্ধিদের চিকিৎসা সেবা ও ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সকালে রামগড় উপজেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবলিক চ্যারিটি ফাউন্ডেশন এর চট্টগ্রাম বিভাগীয় প্রসিকিউটর এডভোকেট খন্দকার মোশারফ রনি।

নিউ ড্রিমস প্রতিবন্ধি সংস্থার সভাপতি নিউ সং চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, পাবলিক চ্যারিটি ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি আবুল হাসনাত সাইম শিকদার, নিউ ড্রিমস প্রতিবন্ধি সংস্থার উপদেষ্টা মোফাজ্জল হোসেন মল্লিক, পাবলিক চ্যারিেিট ভাইস প্রেসিডেন্ট ইলোরা সোমা, নিউ ড্রিমস প্রতিবন্ধি সংস্থার রামগড় প্রতিনিধি মংসেনু মারমা টিপু প্রমুখ।

এসময় ঢাকার বিশেষজ্ঞ ডা. মোঃ রফিকুল ইসলাম উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রতিবন্ধিদের স্বাস্থ্যে পরীক্ষা করে ঔষধ প্রদান করেন। এছাড়াও ফেনী ল্যাব ইনচার্জ মোঃ রিয়াজুল ইসলাম প্রতিবন্ধিদের রক্তের গ্রুপ পরীক্ষা করেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post