সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করা হবে – লেঃ কর্ণেল মাহমুদুল হক
স্টাফ রিপোর্টার: সন্ত্রাসীদের কোন জাত নেই, সন্ত্রাসীদের একমাত্র পরিচয় সন্ত্রাসীই মন্তব্য করে মাটিরাঙ্গার ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন যামিনীপাড়া জোন অধিনায়ক লেঃ কর্ণেল মাহমুদুল হক বলেছেন সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করা হবে। ২২জুলাই সকালে জোন সদরে আয়োজিত মতবিনিময় সভা ও নিরাপত্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, প্রতিবেশি দেশ ভারত থেকে চোরাই পথে গরু পাচার বন্ধের জন্য এলাকা ভিত্তিক তিন স্থরের গরু নিবন্ধনের কাজ করেছে বিজিবি, সম্প্রতি কয়েকটা খুনের ঘটনা ঘটেছে এতে সবাই চিন্তিত কারণ ইতিপূর্বে এই রকম ঘটনা আর ঘটেনি, তিনি সবাইকে চাঁদাবাজি, মাদকদ্রব্য, সন্ত্রাসীদের ্প্রতিহত, জুয়া সহ কোন তথ্য থাকলে প্রশাসনকে জানালে দ্রুত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন।
জোন উপ অধিনায়ক মেজর মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, মেডিকেল অফিসার ক্যাপ্টেন আ স ম নাহিদুল ইসলাম শিমুল, বড়নাল ইউপি চেয়ারম্যান আলী আকবর, তাইন্দং ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি প্রকৌশলী লোকমান হোসেনসহ সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, সামরিক পদস্থ কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
পরে উপস্থিত আমন্ত্রিত অতিথিদের নিয়ে জোন এরিয়ায় বৃক্ষরোপন অভিযান ২০১৮ উপলক্ষে বৃক্ষের চারা রোপন, বিতরণ ও জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেন জোন অধিনায়ক।