রামগড়ে বিজিবির অভিযানে গাঁজা উদ্ধার
রামগড় প্রতিনিধি: ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, রামগড় জোন বিজিবি কতৃক অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। বিজিবি জানিয়েছে, ৬ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনস্থ পানুয়াছড়া বিওপি হতে নায়েব সুবেদার মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে একটি টহল দল ফেনী নদীর নিকটবর্তী চা বাগান দিয়ে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে।
এসময় একজন ব্যক্তিকে ১টি প্লাষ্টিক ব্যাগ হাতে নিয়ে হেঁটে যেতে দেখে এবং বিজিবি তাকে দাড়াতে বললে লোকটি ব্যাগ ফেলে দৌড়ে পালিয়ে যায় । টহল দল তাৎক্ষনিক তল্লাশী করে ১টি প্লাষ্টিকের ব্যাগে ভারতীয় ১ কেজি গাঁজা উদ্ধার করে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।