লক্ষ্মীছড়িতে স্কুল শিক্ষক পরশ মামুদ জেলা অ্যাম্বাসেডর নির্বাচিত
স্টাফ রিপোর্টার : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত A2i (Access to Information) কর্তৃক শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ICT4E (ICT for Education খাগড়াছড়ি জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে একমাত্র জেলা অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন মোঃ পরশ মামুদ (শিমুল)।
তিনি লক্ষ্মীছড়ি উপজেলার জারুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। শিক্ষক বাতায়নে কন্টেন্ট নির্মাণের পাশাপাশি তিনি মুক্তপাঠ ও মাইক্রোসফট এডুকেশনে বিভিন্ন কোর্সে অংশ গ্রহণ করে সার্টিফিকেট অর্জন করে কাঙ্খিত লক্ষ্যে পৌছাতে সক্ষম হয়েছেন। স্বীকৃতি স্বরূপ A2i (Access to Information) কর্তৃক শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ICT4E (ICT for Education) জেলা অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করেছেন।
তার এই কৃতিত্বে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, লক্ষ্মীছড়ি উপজেলা শিক্ষা অফিসার মোঃ ফজলুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শিক্ষক সমিতির সভাপতি রিফ মারমা ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল।