‘নিরাপদ সড়ক চাই’ দাবি বাস্তবায়ন হওয়ায় মানিকছড়িতে ছাত্রলীগের আনন্দ র্যালি
স্টাফ রিপোর্টার: ‘নিরাপদ সড়ক চাই’ ছাত্র সমাজের দাবী শতভাগ বাস্তবায়ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালি বের করেছে মানিকছড়ি কলেজ ছাত্রলীগ। ৮ আগস্ট সকাল সাড়ে ১১টায় মানিকছড়ি গিরিমৈত্রী ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে কলেজ, স্কুলের হাজারো ছাত্র-ছাত্রী আনন্দ র্যালিতে অংশগ্রহণ করেন। ব্যানার, ফেষ্টুন সম্বলিত র্যালিতে সম্প্রতি সারাদেশে নিরাপদ সড়কের দাবীতে ছাত্রসমাজের আন্দোলনের ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত ছাত্র সমাজের ৯ দফা দাবী মেনে নিয়ে তা বাস্তবায়ন করেন। ফলে মানিকছড়ি কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ আনন্দ র্যালির মাধ্যমে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
র্যালিটি কলেজ মাঠ থেকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক হয়ে মানিকছড়ি আমতল ঘুরে উপজেলা শহীদ মিনারে সমবেত হয়। সেখানে উপজেলা ও কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কথা দিয়ে কথা রাখেন, জনগণের জন্যই তিনি রাজনীতি করেন’। তিনি সম্প্রতিকালে ছাত্রসমাজের প্রাণের দাবী‘ নিরাপদ সড়ক চাই’ এর প্রতি সমবেদনা জানিয়ে ওদের উপস্থাপিত ৯ দফা দাবী মেনে নিয়েছেন এবং দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
র্যালিতে উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল, ছাত্রলীগ নেতা মো. সাইফুল ইসলাম, মো. জামাল হোসেন, মো. ফারুক হোসেন ও কলেজ ছাত্রলীগের সভাপতি রাজীব কুমার নাথ, সাধারণ সম্পাদক মো. হাসান, যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আবু জাফরসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ গ্রহণ করেন।