• November 22, 2024

দীঘিনালায় জাতীয় শোক দিবস পালিত

দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে এক মিনিট নিরবতা কর্মসূচী, র‌্যালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, চিত্রাঙ্কন,  রচনা প্রতিযোগিতা ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য বিভাগ কর্তৃক ১০.৭৪ হেক্টর জলাশয়ে ২ শত ৫০ কেজি বিভিন্ন প্রজাতির পোন মাছ   অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা চেয়ারম্যান নব কমল চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শেখ শহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা এ কে এম মোখলেছুর রহমান, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য ও মৎস্য বিভাগের আহবায়ক মিস শতরুপা চাকমা, উপজেলা মৎস্য কর্মকর্তা অর্বনা চাকমা, জেলা মৎস্য জীবি লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, জেলা মহিলা লীগের সহ-সভানেত্রী জ্যোতি চাকমা প্রমুখ।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post