• December 26, 2024

খাগড়াছড়িতে মহিলা দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার: বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্য্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা কুহেলী দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা। বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-কংচাইরী মারমা, সাংগঠনিক সম্পাদক সম্পাদক এম এন আবছার, আব্দুর রব রাজা, দপ্তর সম্পাদক আবু তালেব সমবায় বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন।

খাগড়াছড়ি জেলা মহিলা দলের যুগ্ন সম্পাদিকা আকলিমা খানম’র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় সভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সদর উপজেলা মহিলা দলের সভানেত্রী মিঠুন রানী ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদিকা সুচেন্দা মারমা, মাটিরাঙা উপজেলা মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম, গুইমারা উপজেলা মহিলা দলের সহ-সভানেত্রী হ্লাচিং মারমা, মহালছড়ি উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সুফিয়া খাতুন, মহিলা দলের নেত্রী মরিয়ম বিবি ও মানিকছড়ির কাঞ্চন মালা।

অনুষ্ঠানের আগে খাগড়াছড়ি শহরে স্থাপিত বিএনপি’র প্রতিষ্ঠতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি ভাস্কর্য্যে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে একটি র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post