• December 23, 2024

পানছড়িতে টমটম ও জীপের মুখোমুখি সংঘর্ষে আহত ৪

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পানছড়িতে ব্যাটারি চালিত টমটম ও জীপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন আহত হওয়র খবর পাওয়া যায়। রবিবার বিকাল ৪টার দিকে উপজেলার ধুদুকছড়া মগপাড়া এলাকায় এঘটনা ঘটে। আহতরা হলেন একই উপজেলার লোগাং শান্তিনগরের মো: হালিম (২৫), রূপসেনপাড়ার রাঙাচোখি (৪০), অমর সোনা (১২),ও টমটম চালক পূজগাং এলাকার নিরৎবরণ (৪০) ।

প্রত্যক্ষদশীরা জানায়, মগপাড়া এলাকায় বিকট আওয়াজ শুনে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ৩ জনকে উন্নতর চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেন। আহতদের মধ্যে মো: হালিম ও রাঙাচোখি নামের দুইজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।
খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম চন্দ্র দেব।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post