• December 27, 2024

মুক্তিযোদ্ধা কোটা পূর্নবহালের দাবীতে দীঘিনালায় সমাবেশ

আল আমিন, দীঘিনালা: “মুক্তিযোদ্ধোর চেতনা বাস্তবায়নেই আমাদের অঙ্গিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৩০% মুক্তিযোদ্ধা কোটার যথাযথ বাস্তবায়নের দাবীতে খাগড়াছড়ির দীঘিনালায় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড দীঘিনালা শাখা।

সোমবার সকাল সাড়ে ১০টায় দীঘিনালা কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান নিয়ে কোটা বাস্তবায়নের দাবী জানিয়েছে তারা। যারা কোঠা নিয়ে ষড়যন্ত্র করছে তাদের কে কঠোর হুশিয়ারী দেন উপজেলার মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দরা।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড দীঘিনালা শাখার সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান সুমন এর সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মোঃ হারুন মিয়া, উদ্ধোধনী বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ এনামুল হক, এছাড়া বক্তব্য রাখেনঃ বীর মুক্তিযোদ্ধা, মোতালেব সুফি, নূরুল ইসলাম এবং মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড থেকে বক্তব্য রাখেন প্রণয় বড়ুয়া, রাসেল মিয়া প্রমূখ।

বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী মুক্তিযোদ্ধাদের ৩০% কোটা যথাযথ বাস্তবায়নের দাবী জানিয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তি ও দেশ বিরোধী ষড়যন্ত্রকারী আন্দোলনের নামে যারা দেশে বিশৃঙ্খলার চেষ্টা করছে তাদের প্রতিহত করার ঘোষনা দিয়ে নেতৃবৃন্দরা বলেন, বঙ্গবন্ধু এদেশ স্বাধীন করেছে বলেই আজ স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। এদেশে মুক্তিযোদ্ধাদের অবদানের কথা সকলকে স্মরণ রেখে ৩০% মুক্তিযোদ্ধা কোটা যথাযথ বাস্তবায়নের দাবী জানান বক্তারা। অন্যথাই কঠোর আন্দোলনের হুশিয়ারী জানান দেন।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post