• December 23, 2024

মানিকছড়িতে ওয়াগোয়্যে লাব্রে উপলক্ষে বুদ্ধ পূজা

মিন্টু মারমা,মানিকছড়ি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বিভিন্ন বৌদ্ধ বিহারে ওয়াগোয়্যে লাব্রে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বুদ্ধ পূজা হয়েছে।

এর মধ্যে বড়বিল সারি পুত্রা বুদ্ধ বিহার,তিনটহরী বৌদ্ধ বিহার,গচ্ছা বিল বুদ্ধ বিহার,ছদুরখীল জেয়া সুখেং বুদ্ধ বিহার,বাটলাতলী বৌদ্ধ বিহার ও মানিকছড়ি মংরাজার আবাস্থল কেন্দ্রীয় রাজ জেতবন বৌদ্ধ বিহারে সকাল সারে ৯টায় ২৮ বিংশতি বুদ্ধ পূজা,অনাগত ১০ বুদ্ধ পূজা,পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, ১ হাজার ফুল-ফল,মিষ্টান্ন ও পানীয় দান,সহস্র ছোয়াইং,সামূং সাংখ্যৈইং দান, ১ হাজার বাতি প্রজ্জ্বলন,মূলীক্রাসা,ছাতা,পাখা ধ্বজ¦া,কোক্কা দান।সন্ধ্যা ৭টায় ব্রক্ষ্মলোকে দুস্স জাদি ও স্বর্গলোকে চুলামণি জাদির উদ্দেশ্যে ফানুস বাতি গংখাং ছিমুই উত্তোলন ও হাজার প্রদীপ প্রজ্জ্বলন করা হবে।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post