• December 27, 2024

লামায় হলি চাইল্ড পাবলিক স্কুলে দোয়া অনুষ্ঠান

লামা (বান্দরবান) প্রতিনিধি : বান্দরবানের লামা পৌর শহরের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত হলি চাইল্ড পাবলিক স্কুলের পিএসসি ও জেএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার সকালে এ উপলক্ষে স্কুল প্রাঙ্গনে আয়োজিত হয় পরীক্ষার্থীও অভিভাবক সমাবেশ। স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ তানফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার নুর-এ-জান্নাত রুমী প্রধান অতিথি ছিলেন। এতে পৌর মেয়র জহিরুর ইসলাম, প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন বাদশা, মহিলা কাউন্সিলার সাকেরা বেগম, লামা ইসলামিয়া ফাজির মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ আবু তৈয়ব, শিক্ষা অফিসার তপন কুমার চৌধুরী ও প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। এর আগে মুসলিম, হিন্দু ও বৌদ্ধ পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে মসজিদে, মন্দিরে ও বিহারে পৃথকভাবে স্বস্ব ধর্মীয় রীতি অনুযায়ী বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

পাহাড়ের আলো

https://pahareralo.com

সর্বাধিক জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল। সর্বশেষ সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন পাহাড়ের আলোতে।

Related post