খাগড়াছড়িতে ছাত্রলীগ’র নির্বাচনী সভা
স্টাফ রিপোর্টার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ দিনের বিভেদ ভুলে নৌকার বিজয়ী নিশ্চিত করতে এক মঞ্চে উঠেছে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ। ১ ডিসেম্বর শনিবার দুপুরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জরুরী কর্মীসভার আয়োজন করে খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ।
জেলা ছাত্রলীগের সভাপতি টিকো চাকমা‘র সভাপতিত্বে কর্মী সভায় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ, সহ-সভাপতি মাইনুল ইসলাম, নাজমুল হাসান অপু, প্রজ্ঞাবীর চাকমা, নুর আলম রনি, ফারুক আহম্মদ, যুগ্ম-সম্পাদক এ মং মারমা, জিপু চাকমা, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান রাকিবসহ সকল উপজেলা বিভিন্ন উপজেলার সভাপতি-সম্পাদকরা।
জরুরী কর্মী সভায় নেতৃবৃন্দরা কেন্দ্রের নির্দেশে দীর্ঘ দিনের দ্বন্ধ ভুলে এক মঞ্চে উঠে ৩০ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনে নৌকার বিজয়ের শপথ নেন। এবং সংগঠনটির সকল ইউনিটের নেতাকর্মীদের এক হয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়।